এ আপনাকে স্বাগত। যারা নতুন দোকান করেছেন অথবা যারা ফটোশপের একশন তৈরি করার সময় পাচ্ছেন না, তাদের জন্য আমি ফটোশপ 7.0 এর কিছু অ্যাকশন এই ওয়েবসাইটে বিনামূল্যে তৈরি করে দিয়েছি । এছাড়াও যদি আরো কিছু অ্যাকশন কারো দরকার হয় আমাদের Email biswabarta123@gmail.com তে যোগাযোগ করবেন আমরা বিনামূল্যে বানিয়ে দেব।
প্রতিটা একশন ফাইল
আমাদের কম্পিউটার স্কুলের বিভিন্ন কম্পিউটারে সেট আপ করে দেখা হয়েছে 100% successfull. তবুও আপনাদের কাছে এই ফটোশপ একশন যদি কার্যকরী না হয়, মানে সাপোর্ট না করে, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করে কমেন্টে লিখবেন। আমরা পরবর্তী ভিডিওতে আপনার সমস্যার সমাধান করে দেব আমাদের ইউটিউব চ্যানেলের লিংক হল Online Help 4U
আমাদের ওয়েবসাইট থেকে আপনি যদি বিন্দুমাত্র উপকৃত হন তাহলে আপনার কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রাখলাম।
সর্বপ্রথম
আমি A4 সাইজের পেপারে এক লাইনে 7 Pasport size ফটো কিভাবে বানায় সেই একশন টি প্রোভাইড করলাম। সর্বপ্রথম ফটোশপ ওপেন করে আপনাকে নির্দিষ্ট ফটোটি নিয়ে নিতে হবে। এরপর যাবতীয় পরিষ্কার, লাইট কমবেশি, সব কিছু করে নিয়ে, Crop টুল দিয়ে Hight =1.3 inch X Width=1 inch Resolution 300 রেখে Crop করে নেবেন। এরপর আপনাকে আর কিছুই করতে হবে না জাস্ট একশন টি প্লে করে দেবেন এরমধ্যে স্ট্রোক সেট করা আছে তিন পয়েন্ট অটোমেটিক স্ট্রোক সেট হয়ে যাবে এবং মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে একটি A 4 সাইজের পেপারে সাতটি পাসপোর্ট সাইজের ফটো রেডি হয়ে যাবে। এরপর এটিকে সেভ করে নিয়ে প্রিন্ট করে দিলেই আপনার কাজ কমপ্লিট। ফটোশপ একশন টি ডাউনলোড করার জন্য নিচে ক্লিক করুন।